ভূমি আইন

  1. ভূমি আইন
  2. ভূমি জরিপ, দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন
  3. নামজারী বা মিউটেশন ডুবে যাওয়া জমি (সিকস্তি) ও জেগে ওঠা জমি (পয়োস্তি)
  4. খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত নীতিমালা
  5. অকৃষি খাসজমি বন্দোবস্তের নীতিমালা
  6. আদিবাসী বা উপজাতীয়দের জমি হস্তান্তর
  7. ভূমি উন্নয়ন কর (খাজনা)
  8. রেন্ট সার্টিফিকেট মামলার পদ্ধতি ও ফলাফল
  9. নিলাম সংক্রান্ত বিধানাবলি
  10. বর্গা চাষ
  11. ওয়াকফ
  12. বণ্টন দলিল ও বাটোয়ারা মামলা
  13. বণ্টন দলিল ও বাটোয়ারা মামলা
  14. চুক্তি সম্পাদন
  15. ইজমেন্ট বা সুখাধিকার
  16. দখল সংক্রান্ত
  17. অগ্রক্রয়
  18. সম্পত্তি অধিগ্রহণ
  19. জলমহাল
  20. হাট-বাজার
  21. বিনিময়
  22. মোক্তার নামা
  23. দেওয়ানী আদালতের এখতিয়ারে বাধা ও প্রয়োজনীয় সংজ্ঞা
  24. ভূমি বা জমিজমার আইন

24 responses to “ভূমি আইন

  1. It’s a information, thank you so much.

    Like

  2. এনামুল হক রাব্বি ভাইকে শুভেচ্ছা : ভাইয়া ! আইনের শর্টকাট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিভাবে পেতে পারি — যেমন: এক কথায় উত্তর হবে কিন্তু খুবই গুরত্বপূর্ণ !

    Like

  3. israfil mollah

    ভাই,আমার প্রয়োজন ভূমির রেজিঃ এর সকল সরকারি গেজেট, অাম মোকতার,বায়না,বন্টন নামা, !?????????সর্ব শেষ গেজেট

    Like

  4. সাইট টি এক্সপায়ার করে গেছে, কোন লিঙ্কই আর কাজ করেনা। প্লিজ এটা আপডেট করবেন। খুবই উপকারি সাইত ছিল এটি।

    Like

  5. আবুসাইদ

    আমি জানতে চাই।যে নতুন আইন হিসাবে ১বিঘা বা১কাঠা প্রতি রেজিস্টাট ট্যাক্স কত।। আসা করি উওর দিবেন।ধন্যবাদ

    Like

  6. মালেক শেখ

    ভাই,
    একই দাগে আমার পৈতিক ও কেনা জমি আছে।কিন্তু আমার অন্যান্য ভাই ও ভাইপোরা আমার জমি দখল করে রেখেছে। এখন আমার করনীয় কি?
    ধন্যবাদ

    Like

  7. imranchowdhury

    akta cele tar kico jayga ace, kico din por oi cele tar nijer ma mara gelo tar baba ake ake aro 2 ta biya kore nilo, kico din pore deka gelo oi celeta mara gelo, tar por aro kico din por deka gelo tar babaw mara gelo, kinto oi celetar 1 ta cele ace 4 ta meya ace, and 2 ta bow ace, she doni ate reke gece, tobe amar ask holo tar shot ma kono jaiga pabe ki na? king ba 6/1 bag pabe kina?

    Like

  8. nice and useful
    Bhai Bistarito Kivabe Pabo plz janaben

    Like

  9. thnkyou

    Like

  10. প্রয়োজনিয়

    Like

  11. জাকির হোসেন

    এনামুল হক রাব্বী ভাইকে – অনেক অনেক ধন্যবাদ,

    Like

  12. ভূমি বিষয়ক কোন আইন ই তো নাই ফালতু

    Like

  13. তানভীর

    abolombon.org একটি অসাধারণ সাইট।কিন্তু বর্তমানে তা বন্ধ। আশা করি শিঘ্রই ডোমেইন নবায়ন করে কতৃপক্ষ সাইটটি আবার চালু করে দিবেন।

    Like

  14. Pingback: জীবনের প্রয়োজনীয় লিংক | momi74siddhirgonj

  15. Mahbub-ul-Hasan Dudu

    রাব্বীর মেধাকে স্বাগত জানাই,এমন একটি আইনি সংগ্রহ শালর জন্য।

    Like

  16. Pingback: যৌতুকের বলি ৫ম পর্ব | momi74siddhirgonj

  17. খুবই চমৎকার এবং উপকারী, বেশিরভাগ শিক্ষিত মানুষই এসব ছোটখাট আইন জানে না। যার ফলে দেখা যায় খুব সহজেই প্রতারণার ফাঁদে পা দেয়।
    ধন্যবাদ দরকারী তথ্য পোষ্ট করার জন্য।

    Like

  18. মুসলিম উত্তরাধিকার আইনে নিচের ৬ জন কোন অবস্থায়ই উত্তরাধিকার হতে বাদ যায় না-

    বাবা?
    ক.মৃত ব্যক্তির কোন পুত্র থাকলে বাবা ছয় ভাগের এক ভাগ (১/৬) পাবেন।
    খ.পুত্র, পুত্রের পুত্র না থাকলে কিন্তু কন্যা, পুত্রের কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ (১/৬) পাবেন এবং তাদের দেয়ার পর যা অবশিষ্ট থাকবে তাও পাবেন।
    গ. মৃত ব্যক্তির কোন সন্তান না থাকলে অন্যান্য অংশীদারদের দেয়ার পর বাকী সমস্ত সম্পত্তি পিতা পাবেন।

    মাতা?
    ক. মৃত ব্যক্তির কোন সন্তান থাকলে তবে মাতা ছয় ভাগের এক ভাগ ( ১/৬) পাবেন।
    খ. কোন সন্তান না থাকলে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ ( ১/৩) পাবেন।

    স্বামী স্ত্রীর সম্পত্তি কতটা পাবেন ?
    ক. সন্তান থাকলে স্বামী স্ত্রীর সম্পত্তির চারভাগের একভাগ (১/৪) পাবেন।
    খ. যদি সন্তান না থাকে তাহলে স্বামী মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ (১/২) পাবেন।

    স্ত্রী স্বামীর সম্পত্তি কতটা পাবেন ?
    ক. সন্তান থাকলে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ (১/৮) পাবেন।
    খ. যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ (১/৪) পাবেন।
    গ. যদি মৃতের একাদিক স্ত্রী থাকেন তাহলে কোরআনে বর্ণিত অংশ স্ত্রীদের মধ্যে সমান ভাবে ভাগ হবে।

    ছেলে মৃত বাবার সম্পত্তি কতটুকু পাবেন ?
    ক. মৃতব্যক্তির সম্পত্তিতে পিতা, মাতা, স্বামী/স্ত্রী নির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে মেয়ের মধ্যে বন্টন করা হবে। তবে মেয়ে না থাকলে অংশীদারদের অংশ দেয়ার পর অবশিষ্টাংশভোগী হিসেবে বাকী সম্পূর্ণ সম্পত্তি ছেলে পাবে।

    মেয়ে মৃত বাবার সম্পত্তি কতটুকু পাবেন ?
    ক. একজন কন্যার অংশ দুইভাগের একভাগ (১/২)
    খ. একাধিক মেয়ে হলে সকলে মিলে সমানভাবে তিন ভাগের দুই ভাগ (২/৩) পাবে।
    গ. যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে ২:১ অর্থাৎ এক মেয়ে এক ছেলের অর্ধেক অংশ পাবে।

    ** ভালো লাগলে Like, Comment ও Share করুন ও পেজ’টা Like দিতে বন্ধুদের Invite করুন, প্লিজ **

    https://www.facebook.com/bangladeshilaw9

    Like

  19. Md. Taufiqul Islam

    It’s a very essential site for men and women.
    Thank you.

    Like

  20. Abu Rasal Miya

    this is as very good work

    Like

  21. ফারাজুল

    এ সাইটটি খুবই উপকারী এবং দরকারা

    Like

Leave a reply to Ali Cancel reply